ভোলায় ঈমান আকিদাহ সংরক্ষণ গ্রুপের বিক্ষোভ-সমাবেশ
ঈমান আকিদাহ্ সংরক্ষণ কমিটি তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
তাদের দাবি, ঈমান আকিদাহ্ সংরক্ষণ কমিটির আটক সদস্যদের মুক্তি দেওয়া না হলে হরতালসহ কঠোর আন্দোলন করার ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে থানায়। এ অভিযোগ নিয়ে উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা আরো বৃদ্ধি পাচ্ছে।
আজ বুধবার বেলা ১১টায় ভোলা শহরের কালীনাথ বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে এক বিশাল সমাবেশ করে ঈমান আকিদাহ্ সংরক্ষণ কমিটির ভোলা জেলা শাখা। আজ সকাল থেকে বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সংগঠনের কর্মীরা সমাবেশস্থলে আসে।
সংগঠনের সভাপতি মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকী, মাওলানা মিজানুর রহমান, তরকিুল ইসলামসহ নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যের পরেই একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। সংগঠনের সভাপতি মাওলানা বশির উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মহাজনপট্টি, সদর রোড ও বাংলাস্কুল মোড় হয়ে আদালতের পাশে কালীবাড়ি মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
হাজারো নেতাকর্মীদের অবস্থানের ফলে পুরো এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা পর্যন্ত অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরার পাশাপাশি আহলে হাদিস নামের সংগঠনটির সব ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
এ সময় সংগঠনের সভাপতি মাওলানা বশির উদ্দিন তাঁর বক্তব্যে জানান, আগামীকাল বৃহস্পতিবার তাদের লোকদের জামিন দেওয়া না হলে হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে দুপুর ১টায় দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বিপুল পুলিশ ও ডিবি পুলিশ সমাবেশ ও অবস্থান কর্মসূচিস্থলে মোতায়েন ছিল।
এদিকে জেলে থাকা ঈমান আকিদাহ সংক্ষরক্ষণ কমিটির সদস্য মো. জাকির হোসেনের চকবাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে আজ বুধবার সকালে আহলে হাদিস গ্রুপের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপরদিকে পাল্টা অভিযোগ করেছেন আহলে হাদিস গ্রুপের লোকজন। আদালত থেকে জামিন বাতিল হলে বাপ্তা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ছগির ও মো. জাকির হোসেনসহ সবার আত্মীয়স্বজনরা ক্ষুব্ধ হয়ে আহলে হাদিস গ্রুপের অন্যতম নেতা মো. কামরুল হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন।
পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে এই দুটি সংগঠনের সব নেতাকর্মীর মধ্যে তীব্র উত্তেজন বৃদ্ধি পাচ্ছে।
এসব বিষয় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, ‘মৌখিকভাবে ঈমান আকিদাহ সংরক্ষণ কমিটি এবং আহলে হাদিস গ্রুপ একে অন্যের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ করেছে। বুধবার বিকেলে তারা উভয় পক্ষ লিখিতভাবে দেওয়ার কথা বলেছে। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেব। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আজকের কর্মসূচি যেহেতু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, বাকিটাও হবে।
উল্লেখ্য, বহুদিন থেকে আহলে হাদিসের বিতর্কিত কার্যক্রম বন্ধ করার দাবিতে সোচ্চার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মানুষ। সেখানে একটি মসজিদের নামে কমপ্লেক্সে নির্মাণ করতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। সেটি ভাঙচুর করার ঘটনাকে কেন্দ্র করে হামলা, মামলায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তারই অংশ হিসেবে পুলিশ পাহারায় ২৯ ও ৩০ সেপ্টেম্বর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে সংগঠন দুটি।