স্বামী-স্ত্রীকে মারধর, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিনের বিরুদ্ধে এক দম্পতিকে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতেই চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

মারধরের শিকার ওই দম্পতি হলেন রেজাউল করিম ও লাভলী।

পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, হাতিবান্ধা গ্রামের রেজাউল করিমের ৫৩ শতাংশ জমি জোর করে ভোগ করে আসছিলেন চেয়ারম্যান নাসির উদ্দিন।এ ঘটনায় মামলার পর আদালত নাসির উদ্দিনের ওপর জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।

পুলিশ জানায়, এরপরও গতকাল দুপুরে জমির ধান কেটে নিয়ে যায় চেয়ারম্যানের লোকজন। এর প্রতিবাদ করলে তাঁর লোকজন রেজাউল ও লাভলীকে হাত-পা বেঁধে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায় এবং তাঁর লোকজন তাঁদের মারধর করে। পরে পুলিশ চেয়ারম্যানের বাড়ি থেকে দম্পতিকে উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই দম্পতিকে মারধর করেননি বলে জানান।