পদ্মার পানি বৃদ্ধিতে আবারও চাঁপাইনবাবগঞ্জ প্লাবিত

Looks like you've blocked notifications!
পদ্মার পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পদ্মা নদীর পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের বেশ কিছু গ্রাম বন্যা কবলিত হয়েছে।

চাঁপাইনাববগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার জানান, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবারের ৪২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার।

বন্যাকবলিত এক ব্যক্তি বলেন, ‘আমাদের করুণ সমস্যা। আমাদের না আছে নৌকা, না আছে খাওয়ার কিছু। আমাদের বাড়িতে ধরেন চারপাশে আমরা বের হতে পারি না। খাওয়ার পানি আমাদের নাই।’