ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি নয় : ড. মোশাররফ

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড. খন্দকার মোশাররফ হোসেন। গণতান্ত্রিক অধিকার হরণ করে, দুর্নীতি আর অপশাসনে দেশে এক এগারো আনার পরিস্থিতি কেন সৃষ্টি করা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন তিনি।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে এসব কথা বলেন মোশাররফ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী টেক্সাটাইল ইঞ্জিনিয়ার অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে আয়োজন করা হয় ওই মানববন্ধন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মানুষের মৌলিক অধিকার হরণ করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সরকার।’ তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রীও স্বীকার করেছেন। তিনি নাকি বাধ্য হয়ে এ দুর্নীতির বিরুদ্ধে, ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কেন? এক এগারোকে ঠেকানোর জন্য। এদেশের জনগণের প্রশ্ন, দেশ এক এগারোর দিকে যাবে, সে অবস্থা আপনারা কেন সৃষ্টি করেছেন।’

ড. মোশাররফ আরো বলেন, ‘ভারতকে আপনি অনেক দিয়েছেন। আর দেওয়ার কিছু নাই। অতএব এবার এমন কিছু করবেন না যাতে জাতীয় স্বার্থ ব্যহত হয়।’