মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, ছাত্রলীগ নেতা আটক

Looks like you've blocked notifications!

কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আব্দুর রউফ আবু সাঈদ (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কলেজছাত্রীর বাবা। নিহত আবু সাঈদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ আজ রাত সাড়ে ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে কাজিপুর থানায় নিয়ে যায়।

এ ঘটনায় কলেজছাত্রীর চাচা আবু তালেব বাদী হয়ে কাজিপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এ কে এম লুৎফর রহমান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবু সাঈদের মেয়ে  সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পড়ার সময় কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মেয়েটির গৃহশিক্ষক ছিলেন। আগে তাদের মধ্যে কিছুটা সম্পর্ক থাকলেও অনার্স ভর্তির পর সেই সম্পর্কের অবনতি হয়। পরবর্তী সময়ে ওই গৃহশিক্ষক প্রায় মেয়েটিকে কলেজ যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে এর আগেই তাঁকে বেশ কয়েকবার সতর্ক করেন মেয়েটির স্বজনরা।

বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন ছাত্র পথ আগলে উত্ত্যক্ত করার চেষ্টা করে। খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় আমিনুলের লোকজন আবু সাঈদকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আমিনুলকে রাতে আটক কর হয়েছে। বাকিদের খুঁজছে।

ক্যাপশন-

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যা করায় আটক কাজিপুর পৌর ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম। ছবি : এনটিভি