পাঁচ দিন পর সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

Looks like you've blocked notifications!
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আজ শুক্রবার দুপুর ১২টার পর থেকে আসা শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক। ছবি : এনটিভি

রপ্তানি বন্ধের ঘোষণার পাঁচ দিন পর ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকেপড়া পেঁয়াজ আজ শুক্রবার থেকে আসতে শুরু করেছে। আজ দুপুর ১২টার পর থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক আসা শুরু হয়।

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ জানান, বিকেল ৩টা পর্যন্ত ভারতীয় ৫৫টি ট্রাক পেঁয়াজ নিয়ে প্রবেশ করেছে স্থলবন্দরে। আজ সারা দিনে ২০০টি পেঁয়াজের ট্রাক পাঠাবে বলে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন। সে হিসাবে আজ আরো ১৪৫ ট্রাক পেঁয়াজ ঢুকবে।

মোস্তাক আহমেদ আরো জানান, ভারতের মহদিপুরে দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হলেও বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে পেঁয়াজ।

বন্দর সূত্র জানিয়েছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পরপরই ভারতের মহদিপুর স্থলবন্দরে কয়েকশ পেঁয়াজভর্তি ট্রাক আটকা পড়ে। কয়েক দিন অপেক্ষমাণ থাকার কারণে এসব পেঁয়াজে পচন ধরা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার থেকে সেসব পেঁয়াজ আসা শুরু হয়েছে।