‘কারো অনুকম্পা নিয়ে মুক্ত হবেন না খালেদা জিয়া’

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : এনটিভি

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীন নেত্রী, তিনি আপসহীনই থাকবেন’ এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্যারোল কিংবা কারো অনুকম্পা নিয়ে মুক্ত হবেন না খালেদা জিয়া।’

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘কারগারে তাঁর মৃত্যু হলে এর ভার বহন করার ক্ষমতা সরকারের নেই।’

সরকারের প্রশ্রয়ে দুর্নীতি হচ্ছে অভিযোগ করে গয়েশ্বর বলেন, ‘ক্ষমতাসীনদের লুটপাটে দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে পড়েছে, এ থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিতে অভিযানের নামে নাটক করা হচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অভিযানের নামে দুই-এক জন চুনোপুটিকে গ্রেপ্তার করে চমক সৃষ্টি করা যায়, দুর্নীতি দূর করা যায় না।’

গয়েশ্বর বলেন, ‘অতি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কিছু নেতা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তবে তারা একটা জিনিস ভালো করেছেন, ম্যাডামের আপসহীন উপাধিটা খারিজ করতে গিয়ে ধরা খেয়েছেন। অর্থাৎ খালেদা জিয়া কোনো আপস বা সরকারের সঙ্গে কোনো সমঝোতা বা প্যারোলে তিনি মুক্তি নেবেন না। কারো অনুকম্পা তিনি নেবেন না। আমি মনে করি, গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে কেউ অনুকম্পা করতে পারে—এমন যোগ্যতা কারো নেই।’