দুর্গাপূজায় ঢোল বাজালেন মেয়র আতিক
সারা দেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের সঙ্গে ঢোল বাজিয়ে আনন্দে একাকার হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান মেয়র। সেখানে তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। এরপরই সার্বজনীন এই উৎসবে শরিক হন তিনি। ঢোল নিয়ে নিজেই বাজাতে শুরু করেন। মেয়রের ঢোল বাজানো দেখে আনন্দে নেচে ওঠেন এটিএন নিউজের সাংবাদিক মুন্নী সাহা, প্রভাষ আমিনসহ অনেকে।
মেয়র আতিকুল ইসলাম কাঁধে ঢোল ঝুলিয়ে যেভাবে ঢোল বাজাচ্ছিলেন, দেখে মনে হবে তিনি যেন পেশাদার কোনো বাদ্যশিল্পী। তাঁকে ঘিরে নাচছিলেন সবাই। হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে চারদিক।
মেয়রের ঢোল বাজানোর এই ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা ও নানা মন্তব্য। কেউ বলছেন, মুসলিম হিসেবে ঢোল বাজানো উচিত হয়নি মেয়র আতিকের। আবার কেউ কেউ বলছেন, নগরের মেয়র হিসেবে তিনি সার্বজনীন। তিনি ব্যক্তি হিসেবে না, বরং মেয়র হিসেবে এমনটা করতেই পারেন।