লরির ধাক্কায় ট্রাকচালকের সহকারী নিহত
কুমিল্লায় লরির ধাক্কায় ট্রাকচালকের এক সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত বাকের হোসেন নোয়াখালী জেলার জাহাঙ্গীর আলমের ছেলে।
হাইওয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল এনটিভি অনলাইনকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী লরিটি রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাকের মারা যান।
এ সময় আহত হন লরিচালক মাসুদ। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে ময়নামতি থানায় মামলা হবে বলে জানান ওসি।