লিবিয়ায় পাচারকালে পাঁচজন উদ্ধার, তিন পাচারকারী আটক

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে আটক তিন মানবপাচারকারী। ছবি : এনটিভি

অবৈধপথে লিবিয়া পাচারকালে ১৫ জনের পাসপোর্টসহ পাঁচজনকে উদ্ধার করেছে চট্টগ্রামের পুলিশ। এ সময় তিন মানব পাচারকারীকে আটক করা হয়। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানার স্টেশন রোডের হোটেল মিডওয়েতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি চক্র মানবপাচারের উদ্দেশে ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৫ জনকে সংগ্রহ করে। তাদের তিন দিন ধরে হোটেল মিডওয়েতে রাখে। সেখানে পুলিশ অভিযান চালিয়ে পাচার হতে যাওয়া পাঁচ ব্যক্তিকে উদ্ধার করে। এ সময় পাচারকারী দলের তিন সদস্যকেও আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন আতাউর রহমান, জাহাঙ্গীর আলম ও মো. জাহাঙ্গীর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম বিমানবন্দর থেকে দুবাই-মিসর হয়ে তাদের লিবিয়া নিয়ে যাওয়ার কথা ছিল। লিবিয়া পৌঁছার পর জনপ্রতি তিন লাখ ৮০ হাজার টাকা করে দেওয়ার হয়েছিল। সংঘবদ্ধ চক্রটির সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়েছে।