ওয়াশিং মেশিনে ইয়াবা পাচার, গাজীপুরে আটক ২

Looks like you've blocked notifications!
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ওয়াশিং মেশিনের ভেতর ইয়াবা পাচারকালে আটক দুই মাদক ব্যবসায়ী। ছবি : এনটিভি

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ওয়াশিং মেশিনের ভেতর ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টাঙ্গাইলের জোড়দীঘি এলাকার সাইদুর ইসলাম ও একই জেলার সাফিয়াচালা গ্রামের হারুন মিয়া।

র‌্যাব ১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে গাজীপুরের ভোগড়া এলাকায় নিয়ে আসা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বাসন থানাধীন ভোগড়া এলাকার এসএ পরিবহন অফিসের সামনে অভিযান চালান। এ সময় সাইদুর ইসলাম ও হারুন মিয়াকে আটক এবং তাঁদের সঙ্গে রাখা দুটি ওয়াশিং মেশিন জব্দ করা হয়। ওই মেশিনের ভিতর কৌশলে রাখা ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫৮০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা সংঘবদ্ধ  ইয়াবা কারবারি দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চোরাইপথে বিদেশ থেকে ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে আসেন। এরপর  অভিনব কৌশলে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেগুলো গাজীপুরে নিয়ে এসে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করেন।