তিন ফৌজদারি মামলা

ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Looks like you've blocked notifications!
ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

শ্রমিকদের চাকরিচ্যুত করার অভিযোগে করা তিন মামলায় শান্তিতে নোবেল পুরস্কারবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক ইসলাম রহমান এ আদেশ দেন।

আদালতের সেরেস্তা সহকারী মোহাম্মদ জামাল উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, আজ আদালতে মামলায় ড. ইউনূসের হাজিরের দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এ দিন ড. ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ শুনানি করে বলেন, ড. ইউনূস সম্মানী ব্যক্তি। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে এলে আদালতে হাজির হবেন।

নথি থেকে জানা যায়, গত ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী। ওই দিন বিচারক মামলাটি আমলে নিয়ে ৯ অক্টোবর তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। অপর দুজন হলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপমহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীন।