চাঁপাইনবাবগঞ্জে ১২ অস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আটক ১

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকা থেকে ১২টি অস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আটক আলামিন খন্দকার। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকা থেকে ১২টি অস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আলামিন খন্দকার নামের একজনকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক আলামিনের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আথাইল শিমুল গ্রামে।

আজ বুধবার সকালে স্থানীয় র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব ৫-এর রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে  ধোপপুকুর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে চ্যালেঞ্জ করা। বাকিরা পালিয়ে গেলেও র‌্যাব সদস্যরা আলামিন নামে একজনকে ধরে ফেলে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে সাতটি বিদেশি পিস্তল, পাঁচটি ওয়ান শুটার গান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক আলামিনকে একজন অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা বলেন, অস্ত্র ও গুলিগুলো নাটোরে নিয়ে যাওয়া হচ্ছিল। ভৌগোলিক কারণে অস্ত্র ব্যবসায়ীর এই রুট ব্যবহার করে থাকে।’