হলে হলে তল্লাশির নির্দেশ দেওয়া হবে : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র হলের রুম দখল করে অপকর্ম করছে। যেহেতু ছাত্র রাজনীতির নাম দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করছে; সেহেতু আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে দেব যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তল্লাশি করে।

আজ বুধবার বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবরার হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেহেতু ১০-২০ টাকা সিট ভাড়া দিয়ে তারা অপকর্ম করবে, সেহেতু কারা এটার সাথে জড়িত, কারা এসব করছে, কী উদ্দেশ্যে করছে? এসব খুঁজে বের করা দরকার। আজকে আপনাদের সামনে বলে দিলাম, প্রশাসনকে নির্দেশ দিয়ে দেব।

শেখ হাসিনা বলেন, জনগণের ট্যাক্সের টাকায় হলে থাকবেন আবার সেখানে নির্যাতন কেন্দ্র করে অন্যদের নির্যাতন করবেন তাতো হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান পড়ালেখার জায়গা।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকার ভেতরের পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতেই তল্লাশি করার নির্দেশ দেওয়া হবে।