‘আবরার হত্যার মোটিভ জানতে কয়েকদিন সময় লাগবে’

Looks like you've blocked notifications!
ডিএমপির মিডিয়া সেন্টারে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। ছবি : এনটিভি

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ড অনেক ঘটনার সমষ্টি। একটিমাত্র কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনই বলা যাবে না। ঘটনার মোটিভ সম্পর্কে জানতে আমাদের আরো কয়েকদিন সময় লাগবে।’

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মনিরুল ইসলাম। তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান।

মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আবরারকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা অনেক ঘটনার কারণের মধ্যে একটি কারণ হতে পারে। আরো কারণ থাকতে পারে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘মামলার এজাহারে নাম নেই, কিন্তু পরে তদন্তকালে অন্যদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, অমিত সাহা, মিজানুর রহমান ও শামসুল আরেফীন রাফা। আজই দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এজাহার দায়েরের আগেই পুলিশ সদস্যরা তৎপরতা শুরু করেন। এ কারণে মামলার এজাহার দায়েরের আগে আমরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করতে সক্ষম হই।’

অমিত সাহার ব্যাপারে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘একজন মানুষ ঘটনাস্থলে থেকেও ঘটনা সংঘটিত করতে পারে, আবার দেখা যায় ঘটনাস্থলে না থেকেও করতে পারে। প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে, অমিত সাহা ঘটনাস্থলে ছিল না। তবে এই ঘটনায় তার দায়-দায়িত্ব রয়েছে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষ দায়-দায়িত্ব রয়েছে, সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার ব্যাপারে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইছে। তাদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে তদন্তকাজ সম্পন্ন করা হচ্ছে।’