সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান মেছেরের মৃত্যুবার্ষিকী আজ
ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান মেছেরের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার নূরবাগের বাসভবনে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা মেছেরকে ১৯৯৭ সালের ১১ অক্টোবর আততায়ীরা গুলি করে হত্যা করে। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শফিকুর রহমান মেছেরের বড় ছেলে সৌরভ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ছেলে উৎসব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।