চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দামুড়হুদা বাসস্ট্যান্ডে দ্রুতগামী ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার এই দুর্ঘটনা ঘটে।
যুবকের লাশ উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে যায়। তবে চালকের সহকারী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইমতলা গ্রামের আবুল কাশেমকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৩৫) আজ বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে বাইসাইকেলে করে দামুড়হুদা যাচ্ছিলেন। দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে চুয়াডাঙ্গা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-১৭৭৫) মফিজুলকে সামনে থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।