ফরিদপুরে পুড়ানো হলো চার হাজার মিটার জাল
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মধুমতি নদী থেকে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তা পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।
উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে মা ইলিশ সংরক্ষণের অভিযানের অংশ হিসাবে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধ চার হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে তা পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর।