মানি লন্ডারিং মামলায় জি কে শামীম কারাগারে

Looks like you've blocked notifications!
জি কে শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুরোনো ছবি : ফোকাস বাংলা

ঠিকাদার জি কে শামীমকে মানি লন্ডারিং মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রাকিবুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জি কে শামীমকে মানি লন্ডারিং মামলায় রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে নিজ কার্যালয় থেকে জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র‌্যাব। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে তিনটি মামলা হয়। এরপর ২১ সেপ্টেম্বর অস্ত্র ও মাদকের দুটি মামলায় জি কে শামীমের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড এবং গত ২ অক্টোবর অর্থ পাচার আইনের মামলায় পাঁচ দিন ও অস্ত্র আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।