নওগাঁয় ছাত্রশিবিরের ৬ কর্মী আটক
নওগাঁ শহরের পার-নওগাঁ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ছয় কর্মীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আজ রোববার সকালে তাদের আটক করা হয়।
বিকেল ৩টার দিকে নওগাঁ সদর মডেল থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে নওগাঁর পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া সাংবাদিকদের জানান, আটককৃতদের কাছ থেকে নয়টি শক্তিশালী ককটেল, শক্তিশালী পটকা, ধর্মীয় বই, সিল, চাঁদা আদায়ের রশিদ, ১৫টি সিল, কর্মিসভার রেজিস্ট্রার, সাতটি সিম, পাঁচটি মোবাইল ফোন, ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কাজে ব্যবহৃত ১৪টি বইসহ বিভিন্ন সরঞ্জমাদি উদ্ধার করেছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে তারা বিস্ফোরকদ্রব্যসহ নওগাঁ শহরে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ২৫ থেকে ৩০ জন শিবির সদস্য শহরের পার-নওগাঁ মাদ্রাসাপাড়ার জনৈক গোলজার হোসেন বাবুর বাড়িতে গোপনে মিটিং করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল বিন আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার পইকবান্দা উল্পরপাড়ার আবদুল মান্নান (২০), মান্দা উপজেলার চকমনসুপ পূর্বপাড়ার রবিউল ইসলাম মাহবুব (১৯), সদর উপজেলার চকমুক্তার বউবাজার মহল্লার আব্দুস সবুর (১৯), চকএনায়েত মহল্লার মহিউদ্দিন (১৯), পার-নওগাঁ মাদ্রাসাপাড়ার আলমগীর হোসেন মিঠু (৩৫) ও মহাদেবপুর উপজেলার মাহিনগর পালপাড়া গ্রামের মেহেদী হাসান (১৯)। আটক সবাই ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।