‘দেশের জন্য প্রাণ দিতে চাই, সড়ক দুর্ঘটনায় নয়’
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছফুরেননেসা মহিলা কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
গত ১২ নভেম্বর শহরতলির বাঁকালে ইঞ্জিনচালিত ট্রলিচাপায় ছফুরেননেসা মহিলা কলেজের শিক্ষার্থী ছাবিকুন্নাহার গুরুতর আহত হন। আজ রোববার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাবিকুন্নাহার মারা যান।
‘দেশের জন্য প্রাণ দিতে চাই, সড়ক দুর্ঘটনায় নয়’ এই স্লোগান নিয়ে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। সকালে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সরকারি কলেজের সামনে জড়ো হয়ে মিছিল বের করে। পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্ঘটনায় নিহত ছফুরেননেসা মহিলা কলেজের ছাত্রী ছাবিকুন্নাহারের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তারা সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী কাইজা ফিরোজ, রিজভী আহমেদ, মো. আসাদুজ্জামান, সাজিদুর রহমান প্রমুখ।