নতুন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
মন্ত্রিপরিষদের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এ আদেশ দ্রুত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল ইসলাম বিশ্ব ব্যাংকের অলটারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বলে মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম আগামী ১ নভেম্বর থেকে দায়িত্ব নেবেন।