ধর্ষণ চেষ্টার মামলায় সাবেক উপসচিব কারাগারে

Looks like you've blocked notifications!

ধর্ষণচেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বরখাস্ত) রেজাউল করিম রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মধুবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি রেজাউল করিমকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের আইনজীবী অনিমেষ কুমার দাস জামিনের আবেদন করেন। বিচারক সে জামিনের শুনানি আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এজাহার থেকে জানা যায়, গত ৭ অক্টোবর ভুক্তভোগী এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে হাজারীবাগ থানায় মামলা দায়ের করেন।