পাবনায় মা ও শিশু ‘হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Looks like you've blocked notifications!
পাবনার সদর উপজেলার দোগাছি গ্রামে মা পলি খাতুন ও তাঁর ছেলেশিশুর মৃত্যুর প্রতিবাদে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

পাবনায় শিশু ছেলে ও মা পলি খাতুনের লাশ উদ্ধারের ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ অভিযোগ করে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

এই দাবিতে পলি খাতুনের স্বজন ও স্থানীয় বাসিন্দারা আজ রোববার দুপুরে সদর উপজেলার দোগাছি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে পলি খাতুন ও তাঁর ছেলেশিশুকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা করেছেন পলি খাতুনের স্বামী জালাল উদ্দিন। জালাল উদ্দিনকে আটক করলেই হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে বলেও দাবি করেন তাঁরা।

গত ৯ নভেম্বর সকালে পাবনা সদর উপজেলার দোগাছি পশ্চিমপাড়া গ্রামে জালাল উদ্দিনের স্ত্রী পলি খাতুন ও তাঁর নয় মাসের ছেলেশিশু জুবায়েরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।