মোংলায় ফের ভারতীয় ১১ জেলে আটক

Looks like you've blocked notifications!
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আটক ১১ ভারতীয় জেলে। ছবি : এনটিভি

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আবারও ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। আজ সোমবার ভোরে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফবি হীরা পার্বতী নামক একটি ট্রলারসহ ওই জেলেদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন সিদ্ধিরশর গানা (৫৪), শ্রীকৃষ্ণ (৫৩), দীপক বাড়ই (৩৫), রামকৃষ্ণ দাস (৩০), হরিপ্রধান (৫৭), সুভাষ পাল (৫২), মাইনু হানবেগ (৫৮), পিন্টু মণ্ডল (৪৮), জন্টু মৃধা (৫৫), প্রদীপ পাল (৩৫) ও গোকুল দলপতি (৩৭)।

পরে আটক জেলেদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ দুপুরেই তাদের বাগেরহাট আদালতে পাঠায়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলায় বলে জানিয়েছে পুলিশ।

মোংলার দিগরাজ নৌঘাঁটির পিওআর (জি) এম ইমান আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

নৌবাহিনীর বরাত দিয়ে মোংলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, অবৈধভাবে অনুপ্রবেশ এবং সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের সময় নৌবাহিনী তাদের আটক করে। এর আগে গত ১ অক্টোবর ১৫ জন ও ৪ অক্টোবর ২৩ ভারতীয় জেলেকে আটক করা হয়। তারা এখন বাগেরহাট জেলা কারাগারে রয়েছে।