ঝিনাইদহে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিদলীয় প্রার্থী অধ্যাপক আব্দুর রাজ্জাক। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আব্দুর রাজ্জাক।
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘আজ সকালে ভোট শুরু হওয়ার পর থেকে ৫৩টি কেন্দ্রের মধ্যে ৫২টিতে আমার কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি।’
আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘নিবার্চনে দাঁড়ানোর পর থেকে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এই সমস্যার কথা বিভিন্ন মাধ্যমকে আমরা জানিয়েছি। কিন্তু আজকে যে ভোটটা হচ্ছে আমরা শেষ পর্যন্ত ছিলাম। এই ভোটে একটি বাদে প্রত্যেকটা কেন্দ্রে আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এবং যারা ঢুকেছে তাদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।’ এ ছাড়া ভোটে নানা অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলেও প্রশাসন কোনো আইনি ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি।
বিএনপির এ প্রার্থী বলেন, ‘আমাদের যেসব নেতাকর্মী ও সমর্থক ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন তাঁদের মারধর করে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ আমার প্রধান নির্বাচনী যে এজেন্ট তাঁকে গতকাল গ্রেপ্তার করিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের সব কর্মকর্তাকে জানানোর পরও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। আর এসব কারণে আমি নির্বাচন বর্জন করলাম।’
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।