মাজারে ফেলে যাওয়া সেই মায়ের ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে

Looks like you've blocked notifications!
মাজারে ফেলে যাওয়া সেই বৃদ্ধা মায়ের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য বার্ড সেফটি হাউস’-এর সদস্যরা। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের হযরত শাহ হাবিবুল্লাহ রহমতুল্লাহর মাজারের ভেতরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে তাঁর সন্তানরা ফেলে রেখে পালিয়ে যায়। অবশেষে সেই বৃদ্ধা মায়ের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে আজ সোমবার দুপুরে ঢাকা মিরপুর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হাউস’ বৃদ্ধাশ্রমে পাঠানো হয় তাঁকে।

হাসপাতাল থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে নিয়ে যান বৃদ্ধাশ্রমের স্বত্বাধিকারী মিল্টন সমাদ্দার। মিল্টন বলেন, ‘মিডিয়ার মাধ্যমে অসহায় ওই বৃদ্ধার খবর আমি জানতে পারি। আমাদের বৃদ্ধাশ্রমে আরো ৬১ জন বৃদ্ধ মানুষ রয়েছেন। তাদের সঙ্গে এই বৃদ্ধা মাকে খাদ্য, আবাসন ও চিকিৎসাসেবা দেওয়া হবে। তবে যদি কখনো তাঁর স্বজনদের সন্ধান পাওয়া যায় তাহলে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।’

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন বলেন, ‘বৃদ্ধাকে মাজারে ফেলে রেখে যাওয়ার বিষয়টি জানার পর তাঁর পরিবারের সন্ধান করছি। কিন্তু কাউকে না পেয়ে অবশেষে উনাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে।’

গত বৃহস্পতিবার বৃদ্ধা মাকে মাজার এলাকায় ফেলে রেখে সন্তানদের পালিয়ে যাওয়ার খবর জানতে পেরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য বার্ড সেফটি হাউস’-এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন। এরপর তাঁকে গত শুক্রবার সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।

দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, ‘ওই বৃদ্ধা মা নিজের নাম ও পরিচয় বলতে পারেননি। তাঁর কথাগুলো ছিল এলোমেলো।’