শেরপুর সদর উপজেলা নির্বাচনে নৌকার জয়

Looks like you've blocked notifications!

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম। ভাইস চেয়ারম্যান মহিলা ও পুরুষ পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন সাবিহা জামান শাপলা ও আশরাফুল আলম মিজান।

সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের রফিকুল ইসলাম পান ৮২ হাজার ৯২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট ৫১ হাজার ২১৭টি।

এ ছাড়া লাঙল প্রতীকের মো. ইলিয়াছ উদ্দিন পেয়েছেন সাত হাজার ১৫৬ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে মিনহাজ উদ্দিন মিনাল ১৬ হাজার ১০৩ ভোট এবং আনারস প্রতীক নিয়ে বায়েজিদ হাসান ছয় হাজার ৬৩০ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের সাবিহা জামান শাপলা। তিনি পেয়েছেন এক লাখ ছয় হাজার ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের শামীম আরা বেগম পেয়েছেন ৫৭ হাজার ৮৩৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের আশরাফুল আলম মিজান। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৭১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের মো. মনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট। অপর তিন প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের আল হেলাল পেয়েছেন ৩৩ হাজার ৮৪৭ ভোট, উড়োজাহাজ প্রতীকের মো. জুলহাস উদ্দিন ১০ হাজার ৬০ ভোট এবং মাইক প্রতীকের মোহাম্মদ মুসা মিয়া ১০ হাজার ৮৯২ ভোট।