হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার’ নিহত

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার ভোররাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত কুদরত আলীর মরদেহ। ছবি : এনটিভি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে কুদরত আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত কুদরত ডাকাত সর্দার ছিলেন।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার সুরাবই গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত কুদরত উপজেলার দড়িয়াপুর গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, কুদরত আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি ডাকাতির মামলা রয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের ভাষ্যমতে, সুরাবই গ্রামের একটি বাঁশবাগানে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে তাঁর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা ও ডিবি পুলিশ দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

‘এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহত ব্যক্তিকে কুদরত আলী বলে শনাক্ত করেন।’

রবিউল ইসলাম আরো দাবি করেন, এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান, ছয়টি গুলি, দুটি রামদা, রডসহ ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়।