শুটার লিটন র্যাবের হাতে গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে হত্যাসহ সাত মামলার আসামি শুটার লিটনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর সহযোগী লারাকেও (২৮) গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া এ কথা জানান।
মিজানুর রহমান ভূঁইয়া বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর ছাপড়া মসজিদের গলি থেকে শুটার লিটনকে এবং মধ্যরাতে অভিযান চালিয়ে লারাকে গ্রেপ্তার করা হয়।'
শুটার লিটন হত্যাসহ মোট সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া তাঁর সহযোগীর নামেও মামলা রয়েছে। লিটনকে অনেক দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছিল।
মিজানুর রহমান আরো বলেন, আটককালে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২৫টি গুলি উদ্ধার করা হয়। তাঁকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।