ভৈরবে চড়া দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

Looks like you've blocked notifications!
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে মাসুম মিয়া ও বেদন মিয়া নামে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে ভৈরব বাজার নদীপাড় এলাকার পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, কিছু অসাধু পেঁয়াজ ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করছে-এমন খবরে গতকাল রাতে পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। এ সময় চড়া দামে পেঁয়াজ বিক্রির দায়ে মাসুম মিয়া ও বেদন মিয়া নামের দুই পেঁয়াজ ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে মো. আনিসুজ্জামান আরো জানান, সরকার প্রতি কেজি পেঁয়াজের মূল্য ৪৫ টাকা নির্ধারণ করেছে। সরকারের এ নির্দেশনা যারাই অমান্য করবে তারাই জেল-জরিমানার মুখোমুখি হবে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।