ঐক্যফ্রন্ট আবরার হত্যা নিয়ে রাজনীতি করছে : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজেদের ঐক্য ধরে রাখতেই আবরার হত্যাকাণ্ডকে নিয়ে রাজনীতি করছে। এটিকে তারা আন্দোলনের ইস্যু করতে চায়। এতে তাদের লাভ হবে না।

এ সময় মন্ত্রী আরো বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেটটপ বক্স বন্ধ না করলে তাদের বিরুদ্ধে ওই দিন থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেবল অপারেটরদের সংগঠন ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আবরার হত্যাকারীরা কোনোভাবেই রেহাই পাবে না। প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডের ঘটনাটা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। বিএনপি ও ঐক্যফ্রন্ট কোনো ইস্যু না পেয়ে এখন আবরার হত্যাকাণ্ডকে ইস্যু করে রাজনীতির ময়দানে টিকে থাকতে চাইছে।’