সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ সদর ও চৌহালীর পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের সময় জব্দকৃত কারেন্ট জাল পোড়ানো হচ্ছে। ছবি : এনটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীতে ইলিশ মাছ ধরায় সদর উপজেলা ও চৌহালী উপজেলার ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ সদর উপজেলায় ছয়জনকে ১৪ দিন ও একজনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে চৌহালী উপজেলায় দুজনকে ১৬ দিন ও একজনকে আট দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সোলায়মান, হাসান, রজব আলী, মাহমুদুল, মহর উদ্দিন, ইউনুস আলী, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার লালন শেখ, চৌহালী উপজেলার আছির উদ্দিন, আনোয়ার হোসেন ও মো. ফরিদ।

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ও চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দেওয়ান মওদুদ আহমেদ এ আদেশ দেন।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদরে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। চৌহালীতে ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি মাছ জব্দ করা হয়েছে।