প্রধানমন্ত্রীকে ১০ নম্বর জার্সি দিলেন ফিফা সভাপতি
১৫ ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রেখে সকাল সাড়ে ১০টার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে ১০ নম্বর জার্সি উপহার দেন ফিফা সভাপতি। যার পেছনে লেখা ছিল ‘শেখ হাসিনা’।
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধানকেও জার্সি উপহার দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জার্সিটির পেছনে লেখা ছিল ফিফাপ্রধানের নাম ইনফান্তিনো। জার্সির নম্বর ছিল ১০। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপাকালে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশের ফুটবলের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের ফুটবলের আরো উন্নয়নে পাশে থাকবে ফিফা। সারা দেশের উপজেলা পর্যায়ে ৪৯২টি মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যান বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান। সেখান থেকে বিকেল ৩টায় যোগ দেন সংবাদ সম্মেলনে। সবকিছু সেরে আজ সন্ধ্যায় লাওসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বুধবার দিবাগত রাত ১টা নাগাদ ঢাকায় পা রাখার কথা ছিল ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। কিন্তু মঙ্গোলিয়ার বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশে পৌঁছাতে প্রায় বৃহস্পতিবার সকাল হলো। তবে দীর্ঘ ভ্রমণযাত্রার পরও ঢাকায় পা রেখে উচ্ছ্বসিত বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
ঢাকায় পা রেখেই সাংবাদিকদের ভিড়ে সামলাতে হিমশিম খেতে হয়েছে ফিফা সভাপতিকে। এর মাঝেই বাংলাদেশের প্রশংসা করতে ভুল করলেন না ফিফাপ্রধান। সবার অভ্যর্থনায় মুগ্ধ হয়ে ফিফা প্রেসিডেন্ট সকালেই সংবাদ সম্মেলনে হাজির হন।
বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের ‘শুভ সকাল’ জানিয়ে জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বাংলাদেশে এসে দারুণ উচ্ছ্বসিত আমি। এটা খুবই গুরুত্বপূর্ণ সফর। আজ বিশ্ব ফুটবলের রাজধানী বাংলাদেশ। কারণ, ফিফা প্রেসিডেন্ট এখানে হাজির। ফুটবল নিয়ে আর খেলাটির উন্নতি নিয়ে আলোচনা হবে। বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন আর ফিফার কাউন্সিল সদস্য মাহফুজা এখানে আছেন। আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারব আশা করছি।’
ঢাকা বিমানবন্দরে ফিফা সভাপতিকে স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ অন্য সদস্যরা।
ইনফান্তিনোর নেতৃত্বে পাঁচ সদস্যের ফিফা প্রতিনিধিদলের মঙ্গোলিয়া থেকে ঢাকায় এসেছেন। প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন ফিফার ডেপুটি জেনারেল সেক্রেটারি মাথিয়াস গ্রাফস্ট্রোম, চিফ অব কমিউনিকেশনস অনোফরে কস্তা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ডিরেক্টর অব মেম্বার অ্যাসোসিয়েশন সঞ্জীবন বালা সিংহাম ও সভাপতির অফিস ম্যানেজার ফেড্রিকো রাভিগ্লিওন।