মোংলায় ইলিশ ধরার ‘অবৈধ জাল’ জব্দ

Looks like you've blocked notifications!
জব্দ করা এক হাজার মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল আজ বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা পরিষদের মাঠে পুড়িয়ে ফেলা হয়। ছবি : এনটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় মোংলা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোংলা নদীর নারকেলতলা এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত এ জাল জব্দ করেন। তবে এ সময় কোনো জেলেকে আটক করতে পারেননি অভিযানকারীরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নান।

জব্দ করা এ জাল আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মাঠে পুড়িয়ে ফেলা হয়। এ সময় ইউএনও মো. রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।

প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ হলেও এক শ্রেণির অসাধু জেলে মোংলা ও পশুর নদে জাল ফেলে মাছ শিকার করে থাকতে পারে। এ জন্য দিনে ও রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান।