ঝিনাইদহে ভুয়া চিকিৎসক আটক
ঝিনাইদহে আশরাফুল আলম নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত আশরাফুল ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের নতুন হাটখোলা এলাকা থেকে আশরাফুলকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, ‘ভুয়া চিকিৎসক আশরাফুল দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা শহরের নতুন হাটখোলার তিয়ানশি নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে মানুষকে চিকিৎসা দেওয়ার অভিযোগে আশরাফুল আলমকে আটক করা হয়। জব্দ করা হয়েছে চায়নার তৈরি ওষুধ, লিফলেট ও ১৪টি বিভিন্ন ব্যাংকের চেকবই ও একটি পাসপোর্ট। মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’
এ সময় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।