​নালিশ করা বিএনপির পুরোনো বদভ্যাস : ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু একটা পেলেই বিএনপি বিদেশিসহ বিভিন্ন মহলের কাছে নালিশ করে। এটি বিএনপির পুরোনো একটি বদভ্যাস। বিএনপি এখন একটি অভিযোগসর্বস্ব দল।

আজ শুক্রবার রাজধানীর বনানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল। কিন্তু এ দলটি এখন তাদের অপরাজনীতির কারণে হারিয়ে যাচ্ছে। নিজেদের কিছু করার ক্ষমতা এ দলটির নেই। ফলে বিএনপি নেতারা এখন কোনো একটা ইস্যু পেলে তা নিয়ে আন্দোলনে নামার চেষ্টা করছেন।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে পুঁজি করে বিএনপি মাঠে নামার চেষ্টা করছে। কিন্তু মানুষ তাদের এ আন্দোলনে সাড়া দেবে বলে আমার মনে হয় না। এর আগেও বিএনপি নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে কিছু একটা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।’

আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বর্বরোচিত এ হত্যাকাণ্ডের পর সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত মামলার চার্জশিট হবে আশা করছি। এরপরই দ্রুত এ মামলার বিচার নিষ্পত্তি হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে। আমরাও চাই বিএনপি সরকারের গঠনমূলক সমালোচনা করুক। নালিশের রাজনীতি বাদ দিয়ে বিএনপি দেশ ও জনগণের স্বার্থে ইতিবাচক রাজনীতি করবে বলে আমরা আশা করছি।’

শেখ রাসেল হত্যাকাণ্ডের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ওই সময় শেখ রাসেলের বয়স ছিল ১০ বছর। এ অবুঝ শিশু রাসেলকেও ঘাতকরা রেহাই দেয়নি।’