পাঁচ দিন পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

Looks like you've blocked notifications!
পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। ছবি : এনটিভি

নাব্য সংকটের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক গাড়ি। গত সোমবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌরুট বন্ধের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।

জানা গেছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। গত রোববার থেকে দিনে কয়েকটি ফেরি চললেও রাতে পুরোপুরি বন্ধ ছিল চলাচল। ১৫ অক্টোবর থেকে পানি কমে গিয়ে নাব্য সংকট প্রকট আকার ধারণ করলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সকালে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কস্তুরি, কুমিল্লা ও ফরিদপুর ছেড়ে আসে। অন্যদিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি ছেড়ে যায়। লৌহজং চ্যানেলে বালু অপসারণ করার ফলে আজ ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, ‘নাব্য সংকট কিছুটা কাটিয়ে ওঠায় আজ থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। আশা করা যায়, আগামীকাল থেকে পুরোপুরি স্বাভাবিক হবে।’