ঝালকাঠির সুগন্ধা নদী থেকে কারেন্ট জাল, নৌকা ও ইলিশ জব্দ

Looks like you've blocked notifications!
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে জব্দ করা ৩০ হাজার মিটার কারেন্ট জাল। ছবি : এনটিভি

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে গতকাল রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ৫০ কেজি ইলিশ মাছ ও ১২টি নৌকা জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য বিভাগ জানায়, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। জেলেরা নদীতে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। এ সময় জব্দ করা হয় ১২টি মাছ ধরার নৌকা। এ ছাড়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশও জব্দ করা হয়। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

নদীতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা।