বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শনে তথ্যমন্ত্রী

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : এনটিভি
গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. মো. হাছান মাহমুদ।
আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
হাছান মাহমুদ আরো বলেন, ‘ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে যে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে তার কিছু অংশ এই ফিল্ম সিটিতে শুটিং করা হবে।’
এ সময় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, তথ্য সচিব আব্দুল মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।