মাহিন্দ্রাকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ নারীর
ঝিনাইদহ সদর উপজেলায় একটি মাহিন্দ্রাকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে তিন নারী নিহত হন। এ সময় আহত হন আরো সাতজন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লাউদিয়া এলাকার ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পলি খাতুন (৪০)। নিহত অপর দুই নারীর পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঝিনাইদহ জেলা শহর থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় লাউদিয়া এলাকার ঝিনাইদহ-যশোর মহাসড়কে পৌঁছালে পেছন দিক থেকে বালু বোঝাই একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই নারী মাহিন্দ্রাযাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো আটজন। পরে আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারীর মৃত্যু হয়।
এদিকে ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে যান বলে জানান দিলীপ কুমার।