রাজধানীতে ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে’ দম্পতির মৃত্যু

Looks like you've blocked notifications!

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর হোসেন (৫০) ও আকলিমা আক্তার (৩৮) নামের এক দম্পতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালীপাড়া গ্রামে। তাঁরা যাত্রাবাড়ী কোনাপাড়া আলআমিন রোডের একটি সেমিপাকা বাড়িতে থাকতেন। তাঁদের সংসারে দুটি সন্তান ছিল।

নিহত দম্পতির ছেলে ফোরকান জানান, তাঁর বাবা রাজমিস্ত্রির কাজ করতেন আর মা আকলিমা বাসাবাড়িতে কাজ করতেন। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে দেখেন বাসার উঠানে মা-বাবা অচেতন অবস্থায় পড়ে আছেন। আর তাঁদের শরীরের উপর জি-আই তার পড়ে আছে। পরে তাঁরা বুঝতে পারেন বিদ্যুতায়িত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোছা. লাইজু জানান, খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।