ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
ফরিদপুরের ভাঙ্গায় ব্যবসায়ী বিকাশ সাহা হত্যায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি। ছবি : এনটিভি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মুদি ব্যবসায়ী বিকাশ সাহা হত্যা মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ নম্বর আদালতের বিচারক মোসাম্মাৎ কামরুন্নাহার বেগম। আজ রোববার বিকেলে চার আসামির মধ্যে তিনজনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রামাণিত হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন আলমিন শেখ (২০), স্বপন মুন্সি (২৬), মো. নাহিদ শেখ (২৪), আইনাল শেখ (২৬)। এদের সবার বাড়ি ভাঙ্গা উপজেলা চৌধুরী কান্দা সদরদী গ্রামে। এদের মধ্যে আলমিন শেখ পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত (পিপি) এমএ সালাম জানান, ২০১৭ সালের ৩০ মার্চ রাতে জেলার ভাঙ্গা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বিকাশ সাহা। এ সময় আসামিরা তাকে চৌধুরী কান্দা সদরদী এলাকায় তাঁর বাড়ির কিছু দূরে একটি বাঁশঝাড়ের ভিতর নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ৩১ মার্চ নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ রোববার এ রায় ঘোষণা করেন আদালত।