গোপালগঞ্জের প্রকৌশল কার্যালয়ে আগুন, পুড়ল সবকিছু

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে আজ সোমবার সকালে লাগা অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ছবি : এনটিভি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

আজ সোমবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ওই কার্যালয়ের সব মালামাল পুড়ে গেছে।’

কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী দেবাশীষ বাগচি বলেন, সকালে নাইটগার্ড ছলেমান মীর উপজেলা কমপ্লেক্সের তৃতীয় তলায় ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। সেখানে কোটালীপাড়া উপজেলার স্কুলের সায়েন্স ল্যাবের জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) দেওয়া ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিনসহ প্রয়োজনীয় আসবাবপত্র ছিল। সেগুলো পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দেবাশীষ।