বাড়িতে তৈরি হয় যৌন উত্তেজক সিরাপ
মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় বাবুর বাড়িতে অভিযান চালিয়ে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় সেখান থেকে সিরাপ, খালি বোতল, সিরাপ তৈরির বিভিন্ন উপকরণসহ সরঞ্জামও জব্দ করা হয়।
এর আগে সোহেল রানা নামের এক যুবককে আটক করা হয়। ওই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ।
গতকাল রোববার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সোহেল রানার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সেই অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের মল্লিকপাড়ায় লিচু বাগানের পাশে একটি তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ, খালি বোতল ও সিরাপ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সিলগালা করে দেওয়া হয় পুরো ভবনটি।