বিএনপির সাংসদ হারুনের পাঁচ বছরের কারাদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/21/photo-1571649736.jpg)
শুল্ক ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের এই সংসদ সদস্যকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা অর্থদণ্ড করেছেন এবং তা দিতে ব্যর্থ হলে অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান এবং সংসদ সদস্য হারুন অর রশীদের আইনজীবী আমিনুল গণি টিটো বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
আদালত পরিদর্শক আরো জানান, এমপি হারুন ছাড়াও পলাতক আসামি ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পীকে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন এবং তা দিতে ব্যর্থ হলে অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, ২০০৭ সালের ১৭ মার্চ সাংসদ থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী। পরে মামলাটি তদন্ত করে সংসদ সদস্য হারুনসহ তিনজনের বিরুদ্ধে একই বছরের ১৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন।
সে বছরের ২০ আগস্ট বিচার শুরুর নির্দেশ দেন একই আদালত।