ঝিনাইদহে মানবতাবিরোধী অপরাধের মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২
ঝিনাইদহে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে হলিধানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মিয়া এবং তার সহযোগী সাহেব আলী।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান জানান, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, আব্দুর রশিদ ও তার সহযোগী সাহেব আলী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। এ ব্যাপারে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। এ তাদের ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।