ফটিকছড়িতে প্রবাসী সাংবাদিকের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/21/photo-1571678539.jpg)
চটগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাটে এনটিভির মক্কা প্রতিনিধি প্রবাসী সাংবাদিক কামাল পারভেজ অভির পৈত্রিক সম্পত্তি সন্ত্রাসী কায়দায় জবর দখলের অভিযোগ উঠেছে নাছির উদ্দীন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে প্রবাসী সাংবাদিকের বাবা ও জায়গার ভুক্তভোগী মালিক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালামিয়া ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, নাজিরহাট পৌরসভার মন্দাকিনি সিদ্দীক সওদাগর বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. নাছিরের কাছে ২০১৭ সালে চলাচলের জন্য কালা মিয়া এক গণ্ডা জায়গা বিক্রি করে দখল বুঝিয়ে দেন। কিন্তু পরে নাছির লোভের বশে সন্ত্রাসী কায়দায় কালা মিয়ার পাশের আরো এক গণ্ডা জায়গা জবর দখল করে দেয়াল নির্মাণ করেন। এতে কালা মিয়ার পরিবার বাধা দিলে তাদেরকে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের দিয়ে গালিগালাজ করাসহ বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ছাড়া মো. নাছির ভুক্তভোগীর বিরুদ্ধে হয়রানি করার উদ্দেশে আদালতে ১৪৫ ধারায় মামলাও করেন। যা আদালত উপজেলা সরকারি কমিশনারকে (ভূমি) তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে কালা মিয়া তাঁর জায়গা দখলমুক্ত করাসহ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মো. নাছিরের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।