১০ বিপন্ন বন্যপ্রাণীর ২৮৮টি চামড়া জব্দ
রাজধানীর শাহবাগ এলাকায় সাকুরা বারের নিচ তলায় অভিযান চালিয়ে রয়েল বেঙ্গল টাইগারসহ ১০ প্রজাতির বিপন্ন বন্যপ্রাণীর মোট ২৮৮টি চামড়া জব্দ করেছে র্যাব ৩-এর ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয় বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযানটি সারওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত হয়। তিনি বলেন, হুমায়ুন কবীর ও মমিনুর ইসলামকে এক বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে৷
সারওয়ার আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাকুরা বারের যে ভবনটি আছে ওই ভবনের নিচ তলার কয়েকটি দোকান থেকে মোট ২৮৮ টি বন্যপ্রাণীর চামড়া জব্দ করেছি আমরা। এসব চামড়া তারা ক্রয় করে বক্সের ভেতরে সাজিয়ে রেখেছিল। এই চামড়াগুলো আবার তারা বিক্রি করে দেবে।’ তিনি বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া এটি একটি বিরাট বড় সিন্ডিকেট। আমরা তাদের ধরার চেষ্টা করছি। বহু টাকা দাম চামড়াগুলোর। তবে নির্দিষ্ট করে এখন বলা যাচ্ছে না। তবে বহু টাকা। যেমন একটি বাঘের চামড়ার দাম অন্তত ২০ লাখ টাকা। একটি রয়েল বেঙ্গল ও একটি চিতা বাঘের চামড়া পাওয়া গেছে। এ ছাড়া সাপ, হরিণসহ মোট ১০ প্রজাতির প্রাণীর চামড়া পাওয়া গেছে।’