এমপিওভুক্তির নতুন তালিকা কাল প্রকাশ

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির নতুন তালিকা, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এখন থেকে প্রতি বছরই এমপিওভুক্তির প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী এমপিওভুক্তি নিয়ে আন্দোলনকারীদের, আন্দোলন বাদ দিয়ে কর্মস্থলে ফেরার আহ্বান জানান। ডা. দীপু মনি বলেন, নীতিমালা অনুযায়ী প্রতি বছরই যারা মান অর্জন করতে পারবে, তাদের এমপিওভুক্ত করা হবে এবং যারা মান হারাবে তাদের এমপিওভুক্তি স্থগিত করা হবে। এ ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনার সুযোগ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবারের এমপিওভুক্তি চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে কার্যকর হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে যোগ্যতার ভিত্তিতেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা হবে। এটি চালু হয়েছে। প্রতি বছরই এটি অব্যাহত থাকবে। আপনারা আন্দোলন না করে প্রতিষ্ঠানে ফিরে যান। আপনাদের আন্দোলনের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষকরা অনশনে যাওয়ার আগে আমি তাদের ফোন করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলাম। নির্ধারিত সময়েই তাদের সঙ্গে আমার বৈঠক হয়। তাদের বলা হয়েছে, এমপিওভুক্তির প্রক্রিয়া চালু আছে। যোগ্যতার ভিত্তিতে প্রতি বছরই এমপিওভুক্ত করা হবে। আলোচনার একপর্যায়ে তারা চলমান এমপিওভুক্তির তালিকা প্রকাশের বিষয়টি স্থগিত রাখতে বলেন। কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে।

খেলা শুরু হলে গোলপোস্ট পরিবর্তন করা যায় না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু তাদের যোগ্যতার আলোকে এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত করা হয়েছে, সেহেতু সেটি স্থগিত করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী এ তালিকা প্রকাশ করবেন। বরং আপনাদের যোগ্যতা অর্জনে আপনারা সচেষ্ট হোন। আন্দোলন চালিয়ে গেলে আপনাদের প্রতিষ্ঠানের মান কমবে। যেটি আপনাদের ও আমাদের সবার জন্য ক্ষতিকর।

‘কিন্তু তারা আমার অনুরোধ না শুনে অনশন শুরু করেছেন। তাদের প্রতি আহ্বান তারা যেন আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যান। আন্দোলন করে এমপিওভুক্তি পাওয়া যাবে না। নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত করা হবে। তবে সবাইকে এমপিওভুক্তির আওতায় আনতে এ নীতিমালা আরো উন্নত করা হবে।’

আন্দোলনরত শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি অনেক ব্যস্ত। আগামী মাসের মাঝামাঝি শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তার আগে তাদের প্রতি অনুরোধ, তারা যেন বাড়ি ফিরে যান।’

শিক্ষামন্ত্রীর আহ্বানে বাড়ি ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আমরা অনেক আনন্দিত যে প্রধানমন্ত্রী নতুন এমপিওভুক্তির তালিকা প্রকাশ করতে যাচ্ছেন। আমাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আমাদের সিদ্ধান্ত জানানো হবে।’

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো বলেন, 

যোগ্যতা ধরে রাখতে না পারলে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও সাময়িক বাতিল করা হবে। এখন থেকে নতুন-পুরোনো সব প্রতিষ্ঠানকে নিবিড় মনিটরিংয়ের আওতায় আনা হবে। যারা ব্যর্থ হবে তাদের এ আওতায় আনা হবে।